![]() |
Picture source: maxpixel.net |
নখের তথ্য
১. মানুষের নখ প্রতি মাসে প্রায় তিন থেকে চার মিলিমিটার হারে বৃদ্ধি পায়।
২. নখের বেঁচে থাকতে রক্তের প্রয়োজন। অর্থাৎ রক্তের প্রবাহ বন্ধ হলে নখ সার্ভাইভ করতে পারবে না। রক্ত থেকেই প্রধান পুষ্টি সংগ্রহ করে নখ। কোন কারণে আঘাতপ্রাপ্ত হলে এবং রক্ত প্রবাহ বন্ধ হলে নখের বৃদ্ধি থেমে যায়।
৩. পুরুষের নখ মহিলাদের তুলনায় প্রতি মাসে প্রায় সাড়ে তিন মিলিমিটার বৃদ্ধি পায়।
৪. বয়স যত বাড়ে নখের বৃদ্ধির হার কমতে থাকে।
৫. চুল এবং নখ কেরোটিন নামক প্রোটিন থেকে তৈরি।
কিছু গুরুত্বপূর্ণ বিষয় :
৬. চর্বিহীন মাংস, মিষ্টি আলু, স্ট্রবেরি, স্যালমন মাছ, জল ইত্যাদি নখ বৃদ্ধির সহায়ক।
৭. গ্রীষ্মকালে নখের বৃদ্ধি ২০% এর বেশি হয়। এর পেছনে কারণ থাকতে পারে দুটো। সূর্য রশ্মির কারণে শরীরে ভিটামিন ডি এর প্রভাব এবং বেশি করে জল পান।
৮. মধ্যমার নখ তাড়াতাড়ি বাড়ে এবং বুড়ো আঙ্গুলের নখ ধীরে বৃদ্ধি পায়।
৯. নখের উপরে সাদা দাগ বা ছোপ দেখা যায় ছত্রাক এর কারণে বা রক্ত প্রবাহের অভাবে।
0 মন্তব্যসমূহ